ক্রীড়াঙ্গনের পুনর্মিলনীতে ঋতুপর্ণার হাতে দুই পুরস্কার

দুটি পুরস্কার পেয়েছেন ঋতুপর্ণা চাকমা

অনুষ্ঠান শুরুর সময় নির্ধারিত ছিল বিকেল সাড়ে চারটা। সোনারগাঁও হোটেলের ওয়েসিস ফাংশন হলে অতিথিরা আসতে শুরু করলেন ঘড়ির কাঁটা তিনটা পার হতেই। আমন্ত্রিত হয়েছিলেন বলেই ‘অতিথি’ বলা। নইলে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সাবেক ও বর্তমানের ক্রীড়াবিদদের এই উৎসাহী ও সরব উপস্থিতি মূলত একে অপরের সঙ্গে দেখা–সাক্ষাতের, পুনর্মিলনীর আড্ডায় মেতে ওঠার।

সিটি গ্রুপ–প্রথম আলো ক্রীড়া পুরস্কার অনুষ্ঠানের সৌজন্যে প্রতিবছরই এভাবে এক ছাদের নিচে একত্রিত হন দেশের বিভিন্ন খেলার ক্রীড়াবিদেরা। আজ বিকেলে ক্রীড়াবিদদের এই মিলনমেলায় ২০২৪ সালের বর্ষসেরার স্বীকৃতি পেয়েছেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা। পাঠকের ভোটে বর্ষসেরাও ২১ বছর বয়সী এই উইঙ্গার। বর্ষসেরা রানারআপ হয়েছেন জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ।

আজীবন সম্মাননা পেয়েছেন মোশাররফ হোসেন শামীম

এবার ‘আজীবন সম্মাননা’ পেয়েছেন মোশাররফ হোসেন শামীম। আশির দশকে টানা সাতবার দেশের দ্রুততম মানব হওয়া এই কীর্তিমানকে উত্তরীয় পরিয়ে দেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, তাঁর হাতে ক্রেস্ট তুলে দেন সিটি গ্রুপের নির্বাহী পরিচালক (বিক্রয় ও বিপণন) জাফর উদ্দিন সিদ্দিকী।

আজীবন সম্মাননা পাওয়া মোশাররফ হোসেন তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ‘জীবনসায়াহ্নে এসে এই পুরস্কার অর্জন করতে পেরেছি। তাঁরা যে আমাকে যোগ্য মনে করেছেন, সে জন্য প্রথম আলোকে ধন্যবাদ।’ এর আগে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান তাঁর বক্তব্যে বলেন, ‘কাউকে আজীবন সম্মাননার পুরস্কার দেওয়ার চেয়ে বড় হচ্ছে এই সম্মাননা দিয়ে আমরা নিজেদের দায়িত্ব পালন করি।’

অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান

অনুষ্ঠানে উপস্থিতির সংখ্যা অন্যবারের চেয়ে বেশি উল্লেখ করে প্রথম আলো সম্পাদক বলেন, ‘আপনারা জানেন, আমরা সত্য দিয়ে সংবাদ পরিবেশন করি। মামলা–হামলা–ঝামেলায় আমাদের পড়তে হয়। কোনো সরকারই আমাদের বন্ধু নয়। আমরা সত্য বলার চেষ্টা করি। সেদিক থেকে আপনাদের সহযোগিতা, সমর্থন, সাহায্য আর আজকের এই উপস্থিতি আমাদের সাহস জোগায়, উৎসাহিত করে।’

  1. দুটি পুরস্কার পেয়েছেন ঋতুপর্ণা চাকমা
  2. আজীবন সম্মাননা পেয়েছেন মোশাররফ হোসেন শামীম
  3. অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান

1 thought on “ক্রীড়াঙ্গনের পুনর্মিলনীতে ঋতুপর্ণার হাতে দুই পুরস্কার”

Leave a Reply to ullash Cancel reply