ক্রীড়াঙ্গনের পুনর্মিলনীতে ঋতুপর্ণার হাতে দুই পুরস্কার

অনুষ্ঠান শুরুর সময় নির্ধারিত ছিল বিকেল সাড়ে চারটা। সোনারগাঁও হোটেলের ওয়েসিস ফাংশন হলে অতিথিরা আসতে শুরু করলেন ঘড়ির কাঁটা তিনটা পার হতেই। আমন্ত্রিত হয়েছিলেন বলেই ‘অতিথি’ বলা। নইলে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সাবেক ও বর্তমানের ক্রীড়াবিদদের এই উৎসাহী ও সরব উপস্থিতি মূলত একে অপরের সঙ্গে দেখা–সাক্ষাতের, পুনর্মিলনীর আড্ডায় মেতে ওঠার। সিটি গ্রুপ–প্রথম আলো ক্রীড়া পুরস্কার অনুষ্ঠানের সৌজন্যে … Read more